ইরানি কর্মকর্তাদের যোগাযোগ করার দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের

By স্টার অনলাইন ডেস্ক
18 June 2025, 15:37 PM
UPDATED 18 June 2025, 22:09 PM
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জানান—ইরানের কর্মকর্তারা ‘হোয়াইট হাউসে আসতে পারেন’। যদিও তিনি বলেছেন, এটি কঠিন হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে তেহরান এই দাবি অস্বীকার করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জানান—ইরানের কর্মকর্তারা 'হোয়াইট হাউসে আসতে পারেন'। যদিও তিনি বলেছেন, এটি কঠিন হবে।

ট্রাম্প আরও বলেন, তিনি নিশ্চিত নন যে এই সংঘাত 'কতদিন' চলবে। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতিসংঘ মিশন এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, 'ইরানের কোনো কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় গিয়ে মাথা নত করেনি। ট্রাম্পের মিথ্যাচারের চেয়েও জঘন্য হচ্ছে তার কাপুরুষোচিত হুমকি—যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে 'নিষ্ক্রিয়' করার  কথা বলেন।'

ইরানের মিশন আরও লিখেছে, 'ইরান কখনো জোরজবরদস্তির মুখে আলোচনা করে না, কখনও জবরদস্তির মাধ্যমে শান্তি মেনে নেয় না এবং অবশ্যই যুদ্ধবাজদের সঙ্গে নয়।'

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অ সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।