ইরানের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর’ ধ্বংসের দাবি ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক
18 June 2025, 13:54 PM
এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের 'অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর' ধ্বংস করেছে।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে কাৎজ বলেন, 'বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে, ইরানের শাসকের দমনের প্রধান অস্ত্র এটি।'

এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, উত্তর তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটির একটি প্রধান সড়ক আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এএফপি আরও জানিয়েছে, শহরের পূর্বাঞ্চলে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর থেকে দক্ষিণের দিকে বিখ্যাত ভ্যালিয়াসর স্ট্রিটটিও আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।