২০২৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে মাদ্রিদে

By স্পোর্টস ডেস্ক
12 September 2025, 04:03 AM
এর আগে ২০১৯ সালে একই মাঠে বসেছিল ইউরোপের সেরা ক্লাব আসরের মঞ্চ

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আবারও ফিরছে মাদ্রিদে। ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে। বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

এর আগে ২০১৯ সালে একই মাঠে বসেছিল ইউরোপের সেরা ক্লাব আসরের মঞ্চ, যেখানে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। এবার দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ফাইনাল ফিরছে স্পেনের রাজধানীতে।

আগামী মৌসুমের ফাইনাল আয়োজনের দৌড়ে আজারবাইজানের রাজধানী বাকু প্রতিদ্বন্দ্বিতা করলেও, তিরানায় নির্বাহী কমিটির বৈঠকে শেষ পর্যন্ত মাদ্রিদকেই বেছে নেয় উয়েফা।

২০২৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে ৩০ মে। একই সঙ্গে উয়েফা নিশ্চিত করেছে, ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু হবে পোল্যান্ডের ওয়ারশ এবং আগামী বছরের উয়েফা সুপার কাপের আসর বসবে অস্ট্রিয়ার সালজবুর্গে।