প্রার্থিতা ফিরে পেয়েছেন রাকসু নির্বাচনের ৫ প্রতিদ্বন্দ্বী

By নিজস্ব সংবাদদাতা, রাবি
11 September 2025, 17:11 PM
UPDATED 11 September 2025, 23:17 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রাথমিক তালিকায় বাদ পড়া সাতজনের মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রাথমিক তালিকায় বাদ পড়া সাতজনের মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

প্রার্থিতা ফিরে পাওয়া পাঁচজন হলেন—সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদপ্রার্থী শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক প্রার্থী রিচার্স চাকমা ও কার্যনির্বাহী সদস্য প্রার্থী সুজন চন্দ্র। এছাড়া, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'তাদের মনোনয়নপত্রে কিছু ত্রুটি ছিল। আজ আপিল করার পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।'

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ফলে রাকসু নির্বাচনে ২৩টি পদে ২৫৪ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।