নেপাল বিমানবন্দরে পৌঁছেছেন জামালরা, দেশের ফেরার প্রস্তুতি

By স্পোর্টস ডেস্ক
11 September 2025, 04:43 AM
UPDATED 11 September 2025, 14:42 PM
নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন হোটেলে আটকা পড়ে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন হোটেলে আটকা পড়ে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে গিয়েও স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেননি জামাল ভূঁইয়ারা। সরকারবিরোধী আন্দোলনের জেরে পুরো দেশজুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ায় তাদের 'হোটেল বন্দি' থাকতে হয়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফটের (১৫৩৭) একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছেন জাতীয় দলের ফুটবলার ও প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।

আগের দিন বুধবারই (১০ সেপ্টেম্বর) দলের ফেরার কথা থাকলেও কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট স্থগিত করা হয়। নেপাল সরকারের পতনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে বিমানবন্দর খুলে দেওয়া হয়। তখন থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে খেলোয়াড় ও সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

কাঠমান্ডুতে অবস্থানরত ডেইলি স্টারের সাংবাদিক আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, 'জাতীয় দলের ফুটবলার ও কাঠমান্ডুতে অবস্থানকারী বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের সামরিক বাহিনীর সহায়তায় বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা এরই মধ্যে এয়ারপোর্টে পৌঁছেছি। দুপুর নাগাদ দেশে ফেরার কথা রয়েছে।'

উল্লেখ্য, নেপালে বেশ কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনকারীরা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহর অবরোধ করে রাখে। পরিস্থিতি চরম আকার ধারণ করায় সোমবার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং বাংলাদেশ দল হোটেলেই আটকা পড়ে।

আগামী মাসে জামাল ভূঁইয়াদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ৯ অক্টোবর, আরেকটি ১৪ অক্টোবর হংকংয়ে।