‘ধূসর প্রজাপতি’ নাটকে অভিনয় করে ভালো সাড়া পাচ্ছি: সাবরিন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
10 September 2025, 16:23 PM
‘সবাই বলছেন, এক সময় বিটিভিতে সাড়া জাগানো ও ভালো গল্পনির্ভর নাটক প্রচার হতো। ধূসর প্রজাপতি নাটকটিতে তারা একই রকম সুন্দর ভাবনার গল্প খুঁজে পাচ্ছেন।’

তৌকীর আহমেদ পরিচালিত ধারাবাহিক 'ধূসর প্রজাপতি' নাটকে অভিনয় করেছেন সাবরিন আজাদ। এক ডজনের মতো বিজ্ঞাপনের এই মডেল টিভি নাটক ছাড়াও কাজ করছেন ওটিটিতে।

'ধূসর প্রজাপতি নাটকটি আমার মা-বাবাও দেখেন। অনেক পরিচিত মানুষ দেখছেন। সত্যি বলতে, ধূসর প্রজাপতি নাটকে অভিনয় করে ভালো সাড়া পাচ্ছি,' দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবরিন আরও বলেন, 'সবাই বলছেন, এক সময় বিটিভিতে সাড়া জাগানো ও ভালো গল্পনির্ভর নাটক প্রচার হতো। ধূসর প্রজাপতি নাটকটিতে তারা একই রকম সুন্দর ভাবনার গল্প খুঁজে পাচ্ছেন।'

'দর্শকদের এমন মতামত সত্যিই আনন্দ দেয়,' যোগ করেন তিনি।

ধূসর প্রজাপতিতে হেনা চরিত্রে অভিনয় করছেন সাবরিন। শুটিং অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'এই নাটকটি করার আগেই আমার সৌভাগ্য হয়েছে তৌকীর ভাইয়ার সঙ্গে অভিনয় করার। বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজে আমরা একসঙ্গে কাজ করেছি।'

'তখনই দেখেছি সহশিল্পী কিংবা নবীনদের তিনি কতটা সহযোগিতা করেন। আর উনার পরিচালনায় কাজ করে দেখলাম, সব সময় মার্জিতভাবে দেখিয়ে দেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। একজন বড় মাপের অভিনয়শিল্পীর এমনই হওয়া উচিত,' বলেন তিনি।

নাটকটিতে হেনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ডলি জহুর, বাবার চরিত্রে আল মনসুর।

ডলি জহুরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে সাবরিন বলেন, 'বায়োস্কোপ ওয়েব সিরিজে উনার সঙ্গে কাজ করেছি। আমার শাশুড়ি হয়েছিলেন।'

সাবরিন বলেন, 'উনার কোনো তুলনা হয় না। মায়ের মতোই আচরণ করেন, দেখা হলেই জড়িয়ে ধরেন, আপন করে নেন। মা বলে ডাকেন, যেন আমি তার মেয়ে!'

ধূসর প্রজাপতি নাটকটি বিটিভিতে প্রচারিত হচ্ছে।