আসছে আইফোন ১৭, দাম ৯৭ হাজার থেকে শুরু

By স্টার অনলাইন ডেস্ক
10 September 2025, 08:55 AM
গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কুপেরটিনো’র অ্যাপল পার্কে ‘অ ড্রপিং’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসেছে আইফোন ১৭'র ঘোষণা। 

প্রায় প্রতি বছরই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন নতুন পণ্য ও অভিনব প্রযুক্তি নিয়ে আসে। সাধারণত বড় কোনো অনুষ্ঠানে এসব ঘোষণা আসে।

বেঁচে থাকা অবস্থায় অ্যাপলের পথিকৃৎ স্টিভ জবস নাটকীয় ভাবে এসব নতুন পণ্য উন্মোচন করতেন। এককালের 'বস' ও সহকর্মী স্টিভ জবসের সেই দায়িত্বটি এখন পালন করছেন অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কুপেরটিনো'র অ্যাপল পার্কে 'অ ড্রপিং' নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসেছে আইফোন ১৭'র ঘোষণা। 

যথারীতি, ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি চোখ ধাঁধানো পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করেছেন কুক।

Iphone 17
অ্যাপলের অনুষ্ঠানে আইফোন ১৭ প্রো হাতে প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি

তিনি অ্যাপলের সবচেয়ে দামি ব্র্যান্ড আইফোনের সর্বশেষ মডেলের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, খুব শিগগির অ্যাপল ভক্তরা আইফোন ১৭'র বিভিন্ন মডেল অর্ডার দিতে পারবেন এবং এ মাসেই সেগুলো তাদের হাতে পৌঁছাবে।

নতুন আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম ৭৯৯ ডলার যা বাংলাদেশ ব্যাংকের বিনিময় মূল্য (১ ডলার = ১২১.৭ টাকা) অনুযায়ী প্রায় ৯৭ হাজার টাকা। এতে ২৫৬ গিগাবাইট স্টোরেজ থাকছে।

তবে শুধু আইফোন নয়, গতকালের ওই অনুষ্ঠানে নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ ও ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকালের অনুষ্ঠানে নতুন আইফোনের চারটি মডেলের বিষয়ে তথ্য জানা গেছে। এগুলো হলো আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

আইফোন ১৭

প্রথাগত মডেলটি 'আইফোন ১৭' নামেই বিক্রি হবে। এতে একটি অভিনব ফ্রন্ট ক্যামেরা থাকছে, যার নাম 'সেন্টার স্টেজ'। পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত, রিয়ার ক্যামেরা সিস্টেম ইউজারদের সেলফি তোলার অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

৬.৩ ইঞ্চি দৈর্ঘ্যের সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লের সঙ্গে থাকছে ঊর্ধ্বে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটের 'প্রো মোশন' ফিচার। এটি গেমারদের জন্য বিশেষ সুবিধাজনক একটি ফিচার।

Iphone 17
আইফোন ১৭। ছবি: এএফপি

ফোনের টাচ স্ক্রিনে থাকছে 'সিরামিক ২' ফিচার, যা একে আগের তুলনায় ৩ গুণ বেশি স্ক্র্যাচ নিরোধক করে তুলেছে—এমন দাবি করেছে অ্যাপল।

পাশাপাশি, ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে এবং ফোনের আরও ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে এতে থাকছে অত্যাধুনিক এ১৯ চিপ।

আপাতত ২৫৬ গিগাবাইট ও ৫১২ গিগাবাইটের মডেল বাজারে ছাড়া হবে।

আইফোন ১৭ এয়ার

মাত্র ৫.৬ মিলিমিটারের এই ফোনটিকে সবচেয়ে 'পাতলা' আইফোন হিসেবে বাজারে আনছে অ্যাপল। এর আগে একই কায়দায় 'ম্যাকবুক এয়ার' নামের হালকা ল্যাপটপ বাজারে এনেছিল অ্যাপল।

এর সামনে ও পেছনে পলিশ করা গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড আছে।

Iphone 17
আইফোন ১৭ এয়ার। ছবি: এএফপি

এই মডেলে আছে এ১৯ প্রো, এন১ ও সি১এক্স চিপ, যা ফোনটিকে আরও দ্রুত ও কার্যকর করে তুলেছে।

আইফোন ১৭ এয়ারে ৬.৫ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম ও ১৮ মেগাপিক্সেল 'সেন্টার স্টেজ' ফ্রন্ট ক্যামেরা থাকছে। এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইটের মডেলে বাজারে আসবে।

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স

আইফোনের দামী ও সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ মডেলগুলো হলো প্রো ও প্রো ম্যাক্স। এবারের সংস্করণে প্রথমবারের মতো একটি অ্যালুমিনিয়াম ইউনিবডি যোগ করা হয়েছে।

বিল্ট-ইন জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বারের কারণে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও এর ব্যাটারি ফুরায় না বা এটি খুব বেশি গরম হয় না।

এ১৯ প্রো চিপসেটের পাশাপাশি এতে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা আছে।

Iphone 17
আইফোন ১৭ প্রো। ছবি: এএফপি

এতে ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো তোলার সুবিধা আছে। পাশাপাশি, অন্য মডেলগুলোর মতো এতেও আছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর।

প্রো ও প্রো ম্যাক্স, উভয় মডেলেই পেশাদার ভিডিও তৈরি ও এডিট করার জন্য বিভিন্ন টুলস আছে।

প্রো ও প্রো ম্যাক্সে যথাক্রমে ৬.৩ ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন থাকছে।

 সামনে-পেছনে সুরক্ষা দিতে সিরামিক ২ শিল্ড। আগের মডেল থেকে আলাদা করতে আইফোন ১৭'র প্রো ও প্রো ম্যাক্স ভার্সনে প্রো মোশন, ৩ হাজার নিট (আলোর উজ্জ্বলতা পরিমাপের একক) ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার ও ব্যাক গ্লাসের চার গুণেরও বেশি সহনশীলতা।

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সের ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবির সংস্করণ থাকছে। পাশাপাশি, প্রো ম্যাক্সের একটি মডেলে ২ টিবি স্টোরেজও থাকবে।

দাম ও কবে পাওয়া যাবে

বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজের দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে। এরপর এয়ার, প্রো ও প্রো ম্যাক্সের দাম যথাক্রমে ৯৯৯, ১ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার। 

এ ক্ষেত্রে প্রতিটি মডেলের সবচেয়ে কম স্টোরেজের সংস্করণের দাম ধরা হয়েছে।

Iphone 17
নতুন আইফোন দিয়ে নিজের ভিডিও করছেন এক সম্ভাব্য ক্রেতা। ছবি: এএফপি

১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।

ফোনগুলো ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে।

তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে নতুন আইফোনের ওই চার মডেল কবে পাওয়া যাবে, তা এখনো জানা যায়নি।