এসএ টোয়েন্টি: কত টাকায় তাইজুলকে নিল ডারবানস?

By স্পোর্টস ডেস্ক
9 September 2025, 22:18 PM
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন বাঁহাতি স্পিনার তাইজুল।

ইতিহাস গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন তিনি। নিলাম থেকে তাকে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির চতুর্থ আসরকে সামনে রেখে মঙ্গলবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে নিলাম। তাইজুলের জন্য ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) খরচ করতে হচ্ছে ডারবানসকে।

'স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়'— ৩৩ বছর বয়সী তাইজুলকে স্বাগত জানিয়ে ডারবানসের অফিসিয়াল ফেসবুক পেজে এই বার্তা দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত এসএ টোয়েন্টির সবশেষ আসরের লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ডারবানস। হতাশাজনক পারফরম্যান্সে ১০ ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল সবার নিচে।

তাইজুল এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫টি ম্যাচ খেলেছেন। ২৬.২৯ গড় ও ৭.৪২ ইকোনমিতে ৮৮ উইকেট নিয়েছেন তিনি। এবারই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) আয়োজনে এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ২৩ জানুয়ারি। ছয়টি দল নিয়ে টুর্নামেন্টটি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।