কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে নিহত
ইসরায়েলি হামলায় কাতারের দোহার এক ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: এএফপি
ইসরায়েলের এই হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান খলিল আল-হাইয়া ও অন্যান্য নেতাদের হত্যায় ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি।
হামলায় খলিল আল-হাইয়া অক্ষত থাকলেও তার ছেলে হুমাম ও এক শীর্ষ সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে জানান, এ ঘটনায় খলিল আল-হাইয়ার তিন দেহরক্ষীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
'যেকোনো প্রাণহানিই দুঃখজনক' বলে মন্তব্য করেন তিনি।
আল জাজিরাকে সুহাইল আল-হিন্দি আরও বলেন, 'আন্দোলনের নেতৃত্বের রক্ত যেকোনো ফিলিস্তিনি শিশুর রক্তের মতোই।'
এদিকে, ইসরায়েলের এই হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Comments