কাতারে হামাসের প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

By স্টার অনলাইন ডেস্ক
9 September 2025, 16:13 PM
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘অপরাধমূলক হামলা’ বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক সব আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

গাজায় নির্বিচার হামলার মধ্যেই এবার কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

আল জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে 'অপরাধমূলক হামলা' বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক সব আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'ইসরায়েল এই হামলার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে।'

এ কথার মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা ছাড়াই ইসরায়েল একাই এই হামলা চালিয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, 'হামাসের আবাসিক সদর দপ্তর' লক্ষ্য করে এই হামলা হয়েছে, তবে পরিস্থিতি এখন 'নিরাপদ'।

হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রতিনিধি দলটি ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল।

জাতিসংঘ, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামাসের প্রতিনিধি দলের ভাগ্যও অস্পষ্ট। সংগঠনটি কোনো অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তাদের নেতাদের ভাগ্য নিয়ে এখনো কোনো আলোচনা করেনি।