রাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের একাংশের প্যানেল ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে 'অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪' প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
আজ মঙ্গলবার দুপুরে পরিবহন মার্কেট চত্বরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মাসুদ কিবরিয়া এই ঘোষণা দেন।
'অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪' প্যানেল ২৩টি পদের বিপরীতে আটটিতে মনোনয়ন দিয়েছে।
সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারুকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ মনোনয়ন পেয়েছেন।
ছাত্র ইউনিয়নের কোন অংশের সভাপতি জানতে চাইলে কিবরিয়া বলেন, 'আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্র ইউনিয়ন একটাই। একটি অংশ বিদ্রোহ করে নানা অপপ্রচার চালাচ্ছে, যা কখনোই কাম্য নয়।'
'আমরাই একমাত্র মূলধারার ছাত্র ইউনিয়ন এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সুমন,' বলেন তিনি।
Comments