কাকে ‘পরিচালকদের ওস্তাদ’ বললেন পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
9 September 2025, 10:16 AM
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে এ বছর ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস পেয়েছেন পরীমনি।

খ্যাতিমান পরিচালক কাজী হায়াতকে দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস মঞ্চের কাছে গ্রীনরুমের সামনে বসে থাকতে দেখে চিত্রনায়িকা পরীমনি নিজ থেকে এসে সালাম দিতেই কাজী হায়াত বললেন, 'তুমি কি আমাকে চেনো পরীমনি?'

ঠিক তার কাছে বসে পরীমনি বললেন, 'আমার একজন ওস্তাদ হলেন গিয়াসউদ্দিন সেলিম, আর আপনি হলেন পরিচালকদের ওস্তাদ। আপনার নির্মিত অনেক সিনেমা দেখেছি। কেন চিনবো না আপনাকে? বাংলাদেশের সবাই আপনাকে চেনে।'

'রঙিলা কিতাব' ওয়েব সিরিজে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে এ বছর ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস পেয়েছেন পরীমনি।

porimoni.jpg
পরিবারের সঙ্গে উদযাপন করছেন পরীমনি। ছবি: স্টার

অনম বিশ্বাস নির্মিত এই হইচই অরিজিনাল সিরিজটি মুক্তি পায় ২০২৪ সালের শেষদিকে।

গল্পে দেখা যায় সুপ্তি নামের এক সন্তানসম্ভবা নারীকে, যাকে মিথ্যা অপরাধে অভিযুক্ত করা হয় এবং তিনি স্বামীকে নিয়ে পালিয়ে বেড়ান।

চরিত্রে পরীমনির দৃঢ়তা ও অসহায়তার মিশ্র অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। তাই তিনি বছরের দর্শকপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।