নেপালের অস্থিরতায় দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা

By ক্রীড়া প্রতিবেদক
9 September 2025, 08:52 AM
UPDATED 9 September 2025, 15:39 PM
রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে নেপাল থেকে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল

রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে নেপাল থেকে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। তবে শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

মূলত রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আজ দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে যায় জামালদের। ফলে কাঠমান্ডুর ক্রাউন ইমপেরিয়াল হোটেলেই আটকে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, 'বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।'

উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে টানা বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন এই অস্থিরতায়।

এই পরিস্থিতির কারণেই আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচও বাতিল হয়। নিরাপত্তাজনিত শঙ্কা মাথায় রেখে আয়োজকরা ম্যাচ না করার সিদ্ধান্ত নেন। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি লাল-সবুজদের।

বর্তমানে নিরাপত্তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। দলের ফেরার বিষয়ে শিগগিরই নতুন সময়সূচি জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।