জেরুসালেমে বাসস্টপে গুলিতে নিহত অন্তত ৬

By স্টার অনলাইন ডেস্ক
8 September 2025, 11:03 AM
UPDATED 8 September 2025, 17:10 PM
নিহতদের দুইজনের বয়স পঞ্চাশ ও তিন জনের বয়স ত্রিশের কোটায়। আহত ১১ জনের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

জেরুসালেমের উপকণ্ঠে এক বাসস্টপে গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

আজ সোমবার ইসরায়েলি অ্যাম্বুল্যান্স সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার প্রশংসা করে হামাস বলেছে, দুই ফিলিস্তিনি 'প্রতিরোধ যোদ্ধা' এতে অংশ নিয়েছেন। তবে হামাস এই হামলার দায় নেয়নি। ইসলামিক জিহাদও এই হামলার প্রশংসা করেছে, তবে দায় স্বীকার করেনি।

এতে আরও বলা হয়, নিহতদের দুইজনের বয়স পঞ্চাশ ও তিন জনের বয়স ত্রিশের কোটায়। আহত ১১ জনের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি পুলিশ বলেছে, দুই হামলাকারী গাড়িতে রামোত জংশনের বাসস্টপে এসে গুলি করতে শুরু করেন। এক নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তি হামলাকারীদের গুলি করে হত্যা করেন। হামলাকারীদের হাতে অস্ত্র, গুলি ও চাকু ছিল।

জেরুসালেমের এই অংশটি ইসরায়েল ১৯৬৭ সালে দখল করে নেয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন।

রয়টার্সের ভিডিও ফুটেজে রামোত এলাকায় অনেক পুলিশের উপস্থিতি দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। তারা সন্দেহভাজনদের খুঁজতে পুলিশকে সহায়তা করছে।

২০২৪ সালের অক্টোবরে তেল আবিবে হামলায় সাতজন ও ২০২৩ সালের নভেম্বরে জেরুসালেমের এক বাসস্টপে হামলায় তিনজন নিহত হন।