সিনারকে হারিয়ে ইউএস ওপেন শিরোপা আলকারাজের

By স্পোর্টস ডেস্ক
8 September 2025, 04:31 AM
UPDATED 8 September 2025, 10:35 AM
আলকারাজ জিতলেন নিজের দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা

স্পেনের তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় এই প্রজন্মের সেরা। নিউইয়র্কের ফাইনালে দারুণ লড়াইয়ে হারালেন ইতালির জ্যানিক সিনারকে। এর মধ্য দিয়ে আলকারাজ জিতলেন নিজের দ্বিতীয় ইউএস ওপেন ও ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। একই সঙ্গে ফিরলেন বিশ্বের এক নম্বর আসনেও।

রোববার চার সেটের ফাইনালে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জয় পান আলকারাজ। গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধও এ জয় দিয়ে সেরে নিলেন তিনি।

প্রথম সেটেই দাপট দেখান আলকারাজ। ৬-২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সিনার, ৬-৩ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। কিন্তু তৃতীয় সেটে আলকারাজ ঝড় তুলে ৬-১ ব্যবধানে জিতে নেন। চতুর্থ সেটেও আক্রমণ ধরে রেখে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

এই সাফল্যের ফলে আলকারাজ ওপেন যুগে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে হার্ড কোর্ট, ঘাস ও ক্লে, তিন ধরনের কোর্টেই একাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়লেন।

এই জয়ের পর আলকারাজ আবারও বিশ্বের এক নম্বর খেলোয়াড় হচ্ছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সোমবার থেকে তিনি শীর্ষে ফিরবেন এই তারকা। আর এ জয় থামিয়ে দিল সিনারের টানা ২৭ ম্যাচের হার্ড কোর্ট গ্র্যান্ড স্ল্যাম জয়ের ধারা।

আলকারাজ ও সিনারের দ্বৈরথ এখন টেনিস দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। শেষ আট গ্র্যান্ড স্ল্যামে চারটি করে ভাগাভাগি করেছেন তারা। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন আলকারাজ, মোট ১৫ ম্যাচে ১০ জয় তার ঝুলিতে। ম্যাচ শেষে মজা করে তিনি বললেন, 'এখন তো তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখছি।'

ফাইনালের রোমাঞ্চ আরও বেড়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে। তার কারণে নিরাপত্তা বাড়ানোয় ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় আধঘণ্টা। গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও উপস্থিত ছিলেন আরও অনেক তারকা, রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, অভিনেতা মাইকেল ডগলাস, ফ্যাশন আইকন টমি হিলফিগার ও বাস্কেটবল তারকা স্টিফেন কারি।