ব্রাজিলের দুর্দান্ত জয়, উরুগুয়ে-কলম্বিয়া-প্যারাগুয়ের বিশ্বকাপ নিশ্চিত

By স্পোর্টস ডেস্ক
5 September 2025, 02:58 AM
শুধু ব্রাজিলের গোল উৎসবই নয়, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ের জন্যও বয়ে আনল পরবর্তী আসরের টিকিটের আনন্দ

মারাকানার জাদুকরী আলোয় ফুটে উঠল দক্ষিণ আমেরিকান ফুটবলের মহিমা। বিশ্বকাপ বাছাইপর্বের এই রাতে শুধু ব্রাজিলের গোল উৎসবই নয়, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ের জন্যও বয়ে আনল পরবর্তী আসরের টিকিটের আনন্দ। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল মহাদেশ যেন রঙিন হয়ে উঠল একসাথে।

বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল স্বাগতিক ব্রাজিল। এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেশের দারুণ সব গোল এনে দেয় কার্লো আনচেলত্তির দলের জয়। 

প্রতিভাবান ১৮ বছর বয়সী এস্তেভাও ৩৮ মিনিটে ম্যাচের খাতা খোলেন। এরপর দ্বিতীয়ার্ধে দ্রুত সময়ে দুটি গোল আসে, ৭২ মিনিটে পাকেতা ও ৭৬ মিনিটে গুইমারেশ। এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় স্থান আরও মজবুত করে ব্রাজিল।

বিয়েলসার তৃতীয় বিশ্বকাপ

এদিকে মন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে ৬০ হাজার দর্শকের সামনে উরুগুয়ে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে পেরুকে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে কেবল একটি ড্র-ই যথেষ্ট ছিল তাদের জন্য, কিন্তু জয়ের আনন্দে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দ্বিগুণ উৎসব করে। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের উল্লাস।

৭০ বছর বয়সী বিয়েলসা এর আগে ২০০২ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন, পরে ২০১০ সালে চিলিকে তুলেছিলেন নকআউটে। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপে যাচ্ছেন তিনি, এবার উরুগুয়ের রঙে।

কলম্বিয়া ও প্যারাগুয়ের টিকিট

একই দিনে কলম্বিয়াও সহজেই জায়গা করে নেয় মূল আসরে। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। এরপর জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোল নিশ্চিত করে জয়।

অন্যদিকে, নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঘরের মাঠে ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত হয় তাদের টিকিট।

দক্ষিণ আমেরিকার রঙিন ছবি

এরই মধ্যে ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগে থেকেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার ফুটবল মানচিত্রে তাই নতুনভাবে উঁকি দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্ব আর বিশ্বকাপ স্বপ্নের মেলবন্ধন।