জব্দ অস্ত্র লুট, ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টা সময় দিলো চবি প্রশাসন

By নিজস্ব সংবাদদাতা, চবি
2 September 2025, 12:56 PM
UPDATED 2 September 2025, 19:30 PM
‘ছাত্রলীগ আমলে আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দেশীয় অস্ত্র ও রড জব্দ করেছিলাম।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অস্ত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চবির বিভিন্ন হল থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছিল। এরপর সেগুলো নিরাপত্তা দপ্তরে সংরক্ষিত ছিল। গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জোবরা গ্রামবাসীর সংঘর্ষের সময় এসব অস্ত্র নিরাপত্তা দপ্তর থেকে লুট হয়।

এ ঘটনায় নিরাপত্তা দপ্তরের প্রধান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বজলুর রহমান বলেন, 'ছাত্রলীগ আমলে আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দেশীয় অস্ত্র ও রড জব্দ করেছিলাম। রোববার দুপুরে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা দপ্তরের ছয়টি তালা ভেঙে ১৩০টি অস্ত্র-রড নিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা সে সময় ভিডিও করার চেষ্টা করলেও তাদের ফোন ছিনিয়ে নেওয়া হয়।'

'আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। তবে আমরা ছাত্রদের উৎসাহিত করছি, তারা যেন ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো ফিরিয়ে দেয়। বিজ্ঞপ্তি দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীরা পাঁচটি দা জমা দিয়েছে,' বলেন বজলুর রহমান।