যুক্তরাষ্ট্রে ক্যাথলিক স্কুলে গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭

By স্টার অনলাইন ডেস্ক
28 August 2025, 05:20 AM
অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে এই মর্মান্তিক ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের এক ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। আহতদের মধ্যে ১৪ শিশু ও গির্জার তিন প্রবীণ কর্মী আছেন।

আজ বৃহস্পতিবার সিএনএন এই তথ্য জানিয়েছে বলেছে, বন্দুকধারী গির্জার জানালা দিয়ে গুলি ছুড়ে।

এতে আরও বলা হয়, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে এই মর্মান্তিক ঘটনা ঘটল।

বন্ধুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। তিনি সমাজমাধ্যম ইউটিউবে 'ইশতেহার' পোস্ট করেছিলেন। তা পরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ইশতেহারের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Anunciation Church
অ্যানানসিয়েশন গীর্জার স্কুলে বন্দুক হামলায় ২ জন নিহত। ছবি: রয়টার্স

বিবিসি জানিয়েছে, নিজের ছোড়া গুলিতে আহত হয়ে পরে প্রাণ হারান রবিন।

পুলিশ জানিয়েছে, রবিন সেই স্কুল থেকে ২০১৭ সালে পাস করেছিলেন।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এক্সে পোস্ট করে জানান, 'এফবিআই এই বন্দুক হামলাকে অভ্যন্তরীণ সন্ত্রাস ও ক্যাথোলিকদের বিরুদ্ধে ঘৃণার বশবর্তী হয়ে করা অপরাধ হিসেবে তদন্ত করছে।'

সাম্প্রতিক সময়ে মিনেসোটা অঙ্গরাজ্যে বেশ কয়েকবার একই ধরনের সহিংস হামলার ঘটনা ঘটেছে। এ বছর যুক্তরাষ্ট্রে এটা স্কুলে হামলার চতুর্থ ঘটনা।