‘সাবা’ মুক্তি পাবে কবে, যা জানালেন মেহজাবীন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
24 August 2025, 15:34 PM
UPDATED 24 August 2025, 21:54 PM
সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী প্রথম চলচ্চিত্র 'প্রিয় মালতী' দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এখন অপেক্ষায় আছেন 'সাবা' সিনেমা মুক্তির। মেহজাবীন অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র এটি।

'সাবা' সিনেমাটি সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছে। গত বছর টরন্টো উৎসবেও এই সিনেমার প্রিমিয়ার হয়েছে। অস্ট্রেলিয়ার-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও 'সাবা' জায়গা করে নিয়েছে।

সাবা কবে মুক্তি পাচ্ছে, জানতে চাইলে মেহজাবীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটুকু বলতে পারি, যেকোনো সময় "সাবা" মুক্তি পাবে। ইতোমধ্যে অনেকগুলো উৎসবে গেছে সিনেমাটি, প্রশংসাও পেয়েছে।'

'সাবা' সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন অভিনয় করেছেন সাবা চরিত্রে।

এই অভিনেত্রী বলেন, বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে 'সাবা' প্রদর্শিত হয়েছে। বিশ্বের অনেক গুণী গুণী চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটির প্রশংসা করেছেন। এটা অনেক বড় পাওয়া।

'দেশের দর্শকরা ভিন্ন ধাঁচের একটি সিনেমা দেখতে পাবে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ বার্তা আছে। বিশ্বের যেসব দেশে "সাবা" প্রদর্শিত হয়েছে, সব দেশের দর্শকরা সেটা বুঝতে পেরেছেন।'

'সাবা' নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দর্শকরা দেখে বুঝবেন—এতগুলো দর্শক, এতগুলো উৎসবে কেন প্রশংসা পেয়েছে। আশা করছি দেশের দর্শকদেরও ভালো লাগবে। 'সাবা' সিনেমার গল্প মানুষকে ভাবাবে। অনেক ভালো একটি গল্প।

এদিকে মেহজাবীন বেশ কয়েকটি দেশ ঘুরে দেশে ফিরেছেন। তার মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড ও ব্যাংকক।

চলতি বছর নির্মাতা আদনান আল রাজিব ও মেহজাবীনের বিয়ে হয়েছে। সংসারজীবন নিয়ে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমরা খুব ভালো আছি।