‘অঙকুরোদগম’ শিল্প প্রদর্শনীতে যুদ্ধের দামামা বন্ধের আহ্বান

By স্টার অনলাইন রিপোর্ট
6 August 2025, 17:12 PM
ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে আজ বুধবার। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বন্ধ, নিরীহ মানুষের মুক্তি ও সবুজ রক্ষার প্রয়াস নিয়ে শিল্প প্রদর্শনী 'অঙকুরোদগম'।

শিল্পী অরূপ বড়ুয়ার ১০টি কাজের সিরিজ নিয়ে ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে আজ বুধবার। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

ভাস্কর্য ও স্হাপনার সংমিশ্রণে শিল্পকর্মগুলোতে রয়েছে বিমূর্ত ভাবের প্রকাশ।

শিল্পী অরূপ বড়ুয়া বলেন, 'শিল্প  প্রদর্শনীটি মূলত মানুষের মনস্তাত্ত্বিক বিকাশকে কেন্দ্র করে উপস্থাপন করা। আমি জাপানের অধিবাসীদের পথিকৃৎ রূপে চিন্তা করেছি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে ভয়াবহ পারমাণবিক হামলায় দেশটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।'

'অথচ সেই জাপান আবার মাথা উঁচু করে পৃথিবীর ইতিহাসে ফিরে এসেছ। বিনয় আর দেশপ্রেমের এক অনন্য সমন্বয়ে জাপান পৃথিবীর বুকে হয়ে উঠেছে ধাবমান পাঠশালা,' বলেন তিনি।

শিল্পীর মতে, 'দেশটির আজকের এই উন্নতির পেছনে চিন্তার নিরন্তর অঙকুরোদগম ও পরিশ্রমের পাশাপাশি প্রকৃতির আশীর্বাদও আছে বলে আমার বিশ্বাস। এই চলমান মননের অঙকুরোদগম আমার কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'