জুলাই গণঅভ্যুত্থান দিবসে কারখানা বন্ধ রাখার আহ্বান জানাল বিজিএমইএ

By স্টার বিজনেস রিপোর্ট
3 August 2025, 18:08 PM
UPDATED 4 August 2025, 00:14 AM
এক বিবৃতিতে তৈরি পোশাক নির্মাতাদের সংগঠনটি জানায়, অন্তর্বর্তী সরকার ঘোষিত সরকারি ছুটির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের সকল পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালনের সরকারি আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনটি ৫ আগস্ট তাদের সকল তৈরি পোশাক উৎপাদনকারী সদস্যকে নিজ নিজ কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

এক বিবৃতিতে তৈরি পোশাক প্রস্তুতকারীদের সংগঠনটি জানায়, অন্তর্বর্তী সরকার ঘোষিত সরকারি ছুটির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিএমইএ বিবৃতিতে আরিও জানায়, 'শহীদদের স্মৃতি ও সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমরা ৫ আগস্ট সংশ্লিষ্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার বিশেষ অনুরোধ জানাচ্ছি।' 

বিবৃতি মতে, শ্রম আইনের আওতায় উল্লেখিত ছুটিটি বাধ্যতামূলক নয়।

তা সত্ত্বেও বিজিএমইএ ওই দিনের বিশেষ তাৎপর্যের ওপর জোর দিচ্ছে এবং সদস্যদের স্বেচ্ছায় এই দিবসটি পালনে উৎসাহিত করছে।