যুক্তরাষ্ট্রে বীরকে নিয়ে শাকিব-বুবলি

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2025, 14:37 PM
চলতি মাসের শেষে দেশে ফিরতে পারেন শাকিব খান।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্র গিয়েছেন। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলি।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলি।

ছবিতে দেখা যাচ্ছে ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলি।

উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেই সময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।

দেশ ফিরে শাকিব বলেছিলেন, 'আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবো।'

শাকিব খান চলতি মাসের শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।