ভালো নাটক আগেও ছিল, এখনো হচ্ছে: শামীম জামান

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
2 August 2025, 15:49 PM
UPDATED 2 August 2025, 22:00 PM
‘নাটকের খরচ বাড়লেও বাজেট বাড়েনি।’

শামীম জামান একাধারে অভিনেতা ও নাট্য-পরিচালক। দীর্ঘ দিন ধরে তিনি 'আরণ্যক' নাট্যদলের সঙ্গে জড়িত। এখন পর্যন্ত ১০টি বড় ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। পাশাপাশি অভিনয়ও করছেন। সবশেষ পরিচালনা করেছেন 'শাদী মোবারক' নামের একটি ধারাবাহিক। আগামীকাল ৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে।

অভিনয় ও নির্মাতা-জীবনের নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন শামীম জামান।

দ্য ডেইলি স্টার: আপনার পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটক প্রচার হতে যাচ্ছে...

শামীম জামান: নতুন ধারাবাহিক নাটকটির নাম 'শাদী মোবারক'। মাছরাঙা টেলিভিশনে ৩ আগস্ট থেকে প্রচার শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন প্রচার হবে। রাত সাড়ে ৮টায়। 'শাদী মোবারক' মূলত ফ্যামিলি ড্রামা। মোশাররফ করিম, আ খ ম হাসান, জুই করিমসহ অনেকে অভিনয় করেছেন। আমিও অভিনয় করেছি। নাটকটির গল্প খুব সুন্দর। দর্শকদের ভালো লাগবে। এই নাটকের নাট্যকার আহমেদ শাহাবুদ্দীন।

ডেইলি স্টার: আপনার সব নাটকেই মোশাররফ করিমকে দেখা যায়। এর কারণ কী?

শামীম জামান: মোশাররফ করিম আমার ভালো বন্ধু। তার সঙ্গে আমার বোঝাপড়া ভালো। একজন পরিচালক হিসেবে অভিনেতার সঙ্গে বোঝাপড়াটা ভালো বলেই তাকে বেশিরভাগ নাটকে নিই। তাছাড়া, অভিনেতা হিসেবে তো অনেক মেধাবী তিনি। এটা বলার অপেক্ষা রাখে না।

ডেইলি স্টার: মোশাররফ করিম ও আ খ ম হাসানের সঙ্গে বন্ধুত্ব কবে থেকে?

শামীম জামান: আমি তো দীর্ঘদিন ধরে 'আরণ্যক' নাট্যদলের সঙ্গে আছি, ১৯৯০ সাল থেকে। আ খ ম হাসানও অনেকদিন ধরে 'আরণ্যক' নাট্যদলে আছেন। ২০০৩ সালে 'কাঠ কয়লার ছবি' নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করি। ওই নাটকে মোশাররফ করিমও ছিলেন। আ খ ম হাসানও ছিলেন। তখন থেকেই মোশাররফ করিমের সঙ্গে বন্ধুত্ব শুরু।

shamim_zaman_1.jpg
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ডেইলি স্টার: 'শাদী মোবারক' নাটকের পরিচালক আপনি। নিজে অভিনয়ও করেছেন?

শামীম জামান: এই নাটকে বড় ভাইয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। মেঝ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। কেউ কেউ প্রশ্ন করেন, একসঙ্গে নাটক পরিচালনা ও অভিনয় কতটা কঠিন। একইসঙ্গে অভিনয় ও পরিচালনা অনেক কঠিন ও চ্যালেঞ্জিং। কিন্তু অনেক বছর ধরে তো আমি অভিনয় ও পরিচালনা পাশাপাশি করছি। এখন অভ্যাস হয়ে গেছে।

ডেইলি স্টার: অনেকেই অভিযোগের সুরে বলেন, এখন দর্শকরা আগের মতো নাটক দেখেন না। আপনিও কি তাই মনে করেন?

শামীম জামান: না, এটা ঠিক না। দর্শকরা নাটক দেখেন। টেলিভিশনে প্রচারের সময় হয়তো সবাই দেখতে পারেন না। কিন্তু টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারের সময় প্রচুর দর্শক দেখেন। প্রতিটি টিভি চ্যানেলেরই ইউটিউব চ্যানেলে আছ। সেখানেই দর্শকরা দেখে নেন।

ডেইলি স্টার: এখন নাটকের মান কেমন হচ্ছে?

শামীম জামান: আগেও ভালো নাটক হতো, আবার একটু কম ভালো নাটকও হত। এখনো তাই। ভালো নাটক আগেও ছিল, এখনো হচ্ছে। আবার, মানহীন নাটকও আছে। দর্শকরা অনেক ভালো নাটকও পাচ্ছেন।

ডেইলি স্টার: নাটকের বাজেট দিনকে দিন কমছে?

শামীম জামান: নাটকের সবকিছু বেড়েছে। কিন্তু বাজেট বাড়েনি, বরং কমেছে। প্রথম দিকে ধারাবাহিকের একটি পর্বের জন্য যেরকম বাজেট ছিল, এখন তা নেই। অথচ সবার খরচ বেড়েছে। আগে শিল্পী সম্মানী কম ছিল। এখন বেড়েছে। কোনো কোনো শিল্পীর সম্মানী অনেক বেশি। তবে বাজেটটা আর বাড়েনি।