প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

By স্টার অনলাইন রিপোর্ট
1 August 2025, 13:57 PM
বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর মানুষের ভালোবাসা জয় করলেও শাহরুখের অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশক ইন্ডাস্ট্রি শাসন করছেন। অবাক করার মতে কথা হলো, তিনি জাতীয় পুরস্কার পাননি কখনো। এই প্রথমবারের মতো এই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার এই প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে 'জওয়ান' সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।

বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর মানুষের ভালোবাসা জয় করলেও শাহরুখের অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ৩৩ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার।

ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে বলছে, ২০২৩ মুক্তি পাওয়া 'জওয়ান' সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ খান।