প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে বুবলি

By স্টার অনলাইন রিপোর্ট
13 July 2025, 12:26 PM
UPDATED 13 July 2025, 18:34 PM
সম্প্রতি বিএফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।

দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি আসছেন ব্যতিক্রমী একটি গানের মিউজিক ভিডিও নিয়ে। সম্প্রতি বিএফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।

'ময়না' শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটির সুরকার কলকাতার আকাশ সেন। আগামী কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশিত হবে। গান সংশ্লিষ্ট অনেকেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

'ময়না' গানের মিউজিক ভিডিওর বাইরে শবনম বুবলি অভিনীত তিনটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'সর্দার বাড়ির খেলা', জাহিদ জুয়েলের পরিচালাতি  'পিনিক'। তৃতীয় সিনেমাটি হলো রাশেদা আক্তার পরিচালিত 'শাপলা শালুক'।