এবার গোয়েন্দা সিরিজ নির্মাণ করছেন পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
5 July 2025, 12:25 PM
UPDATED 18 July 2025, 23:17 PM
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন তিনি।

খ্যাতিমান পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ গানের পাশাপাশি পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘ বিরতি শেষে 'সিক্রেট ফাইল' নামের গোয়েন্দা গল্পের সিরিজ নির্মাণ করবেন তিনি। নির্মাণের পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করবেন। আগামী দুই মাসের মধ্যে সিরিজটির শুটিং করবেন জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

ফেরদৌস ওয়াহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বরাবরই গোয়েন্দা গল্পের প্রতি দুর্বলতা রয়েছে। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল গোয়েন্দা গল্প নিয়ে একটি টেলিভিশন সিরিজ নির্মাণের। প্রথম সিজনের জন্য ১২টি পর্ব গল্প শুটিং করে জমা দেবো। তারপর বাকিটা শুটিং করব। এখন লোকেশনের সন্ধান করছি। আমার মনে হয়েছে দর্শক ভিন্ন কিছু পাবে এই আয়োজনে।'

কণ্ঠশিল্পী, অভিনেতা, নির্মাতা পরিচয়ের বাইরেও উপস্থাপনা করেন ফেরদৌস ওয়াহিদ। 'চেনা মুখ দুঃখ সুখ' অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। এ ছাড়া 'সন্ধ্যা মায়া' নামে একটি সিনেমা পরিচালনা করার কথা এই পপ তারকার।