২৫ বছরে টেস্টে কতদূর এগোলো বাংলাদেশ, কেন এতো কম সাফল্য?

By স্পোর্টস ডেস্ক
27 June 2025, 11:40 AM
UPDATED 27 June 2025, 17:51 PM
২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এই বছর টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হলো তাদের।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এই বছর টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হলো তাদের।

সেই ঐতিহাসিক অর্জনটি স্মরণের মুহূর্তে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো, টেস্টে কতদূর এগিয়েছে বাংলাদেশ দল বা আদৌ কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে?

দ্য ডেইলি স্টারের পডকাস্ট 'পিচ পারফেক্ট'-এর এবারের আয়োজনে থাকছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা।