ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

By স্টার অনলাইন ডেস্ক
24 June 2025, 06:41 AM
UPDATED 24 June 2025, 13:12 PM
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


ট্রাম্পের প্রস্তাব মেনে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, দেশটি জানায়—ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে তারা 'সর্বশক্তি দিয়ে' পাল্টা জবাব দেবে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি ও জেরুজালেম পোস্ট।  

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়, 'গতকাল রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে ঘোষণা দেন, ইরানে পরিচালিত সামরিক অভিযান "রাইজিং লায়ন" প্রত্যাশা ছাড়িয়েছে এবং সব লক্ষ্য পূরণ করেছে"।

'পারমাণবিক ও ব্যালিসটিক হুমকি নির্মূল করা হয়েছে, যা (ইসরায়েলের) জন্য তাৎক্ষণিক অস্তিত্ব সংকট ও হুমকির উৎস ছিল', বিবৃতিতে আরও বলা হয়।

'সুরক্ষা সহায়তা দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি দূর করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় ইসরায়েল। যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে "সর্বশক্তি দিয়ে" পাল্টা জবাব ইসরায়েল।'