রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, টানা বিমান হামলা ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক
19 June 2025, 03:00 AM
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, এখন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

সপ্তম দিনে গড়ালো ইরান-ইসরায়েল যুদ্ধ। বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

আজ-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় আট বা নয়টি ইসরায়েলিরা আটকে দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘাতের শুরুতে ইরান থেকে ইসরায়েলে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তার তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

এর পেছনে সম্ভব্য দুটি কারণ দেখছেন সামরিক বিশ্লেষকরা—ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতার অনেকটাই ধ্বংস হয়ে গেছে, কিংবা দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধীরে ধীরে ব্যবহার করছে।

হামলা অব্যহত রেখেছে ইসরায়েলও। ইসরায়েলি সেনাবাহিনী টুইট বার্তায় লিখেছে, তারা তেহরান ও ইরানের অন্যান্য অঞ্চলে একের পর এক হামলা শুরু করেছে।

তবে, এসব হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

এ দিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করেছে।