ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’
ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই।
বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে কলকাতায়। 'ডিয়ার মা' সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
জয়া আহসান বলেন, '"ডিয়ার মা" মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রতি বিশ্বাস রেখেছেন একজন অভিনেত্রী হিসেবে। ভালো একটি চরিত্র আমাকে দিয়েছেন।'
জয়া আহসান আরও বলেন, 'এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছি। এই ধরণের চরিত্রে দর্শকরা এবারই প্রথম আমাকে দেখবেন পর্দায়। সিনেমাটি মূলত মা ও সন্তানের গল্প নিয়ে।'
জয়া আহসান বর্তমানে কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। সিনেমার নাম 'আজও অর্ধাঙ্গিনী'। পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।
Comments