ভারী বর্ষণ: ৮ দিন দেবতাখুম ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন

By নিজস্ব সংবাদদাতা, বান্দরবান
18 June 2025, 16:58 PM
UPDATED 19 June 2025, 12:03 PM
১৮ থেকে ২৫ জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুমে ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হয়েছে।

টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা ও পাহাড়ি ঝিরি থেকে ঢলে আসা পানির স্রোতের কথা বিবেচনা করে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দেবতাখুম ভ্রমণে সাময়িকভাবে নিরুৎসাহিত করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।

আজ বুধবার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুমে ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এলাকাটিতে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কেন্দ্রটিতে সাময়িকভাবে ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সনাতন কুমার মণ্ডল জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।