ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2025, 11:44 AM
UPDATED 13 June 2025, 18:36 PM
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে চারজনই বরিশাল বিভাগের। একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৪৬ জনই ঢাকা শহরের বাইরের। আর ১২ জন ঢাকা দক্ষিণ ও একজন উত্তর সিটি করপোরেশনের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৭০ জন।