বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্পের সঙ্গে বিবাদ নিয়ে মাস্ক

By স্টার অনলাইন ডেস্ক
11 June 2025, 08:46 AM
UPDATED 11 June 2025, 14:58 PM
মাস্ক দাবি করেছিলেন, যৌন অপরাধ ও পাচারের দায়ে অভিযুক্ত কুখ্যাত জেফ্রি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক।

আজ বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, 'গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত।' 

ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্বের রেশ ধরে প্রথমে তার প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক। এরপর এই বিল ও ট্রাম্পকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। 

এক্সে একের পর এক পোস্ট দিয়ে যান। এক পোস্টে তিনি দাবি করেন, তার সাহায্য ছাড়া নির্বাচনে হারতেন ট্রাম্প। জবাবে তার কোম্পানিগুলোকে দেওয়া মার্কিন সরকারের ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করার হুমকি দেন ট্রাম্প।

বাগবিতণ্ডার এক পর্যায়ে মাস্ক দাবি করেন, যৌন অপরাধ ও পাচারের দায়ে অভিযুক্ত কুখ্যাত জেফ্রি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম আছে। এবং এ কারণেই এই নথি প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

ধারণা করা হয়, এপস্টেইনের নথিতে যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত অনেক বিখ্যাত ব্যক্তির নাম আছে।

এই বিস্ফোরক পোস্টটি অবশ্য কয়েকদিনের মধ্যেই সরিয়ে নেন মাস্ক। এবং এ নিয়ে পরে আর কোনো মন্তব্য করেননি ট্রাম্প।