প্রথম ঈদ রিলিজে ফারিণ: ‘ইনসাফে’ কতটা ইনসাফ মিলবে?

By স্টার বিহাইন্ড দ্য শুট
6 June 2025, 10:45 AM
বিশেষ সাক্ষাৎকারে ফারিণ জানালেন তার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা, ‘ইনসাফ’ নিয়ে তার প্রত্যাশা ও ঈদের পরিকল্পনাসহ আরও অনেক কিছু।

এবারই প্রথম ঈদ উপলক্ষে কোনো চলচ্চিত্র মুক্তি পেল তাসনিয়া ফারিণের। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় 'ইনসাফ' সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হয়েছেন তিনি।

দ্য ডেইলি স্টারের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ফারিণ জানালেন তার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা, 'ইনসাফ' নিয়ে তার প্রত্যাশা ও ঈদের পরিকল্পনাসহ আরও অনেক কিছু।