নাটক থেকে ঢাকাই সিনেমায় তাসনিয়া ফারিণ

জাহিদ আকবর
জাহিদ আকবর
5 June 2025, 15:04 PM
UPDATED 5 June 2025, 21:10 PM
‘এই সিনেমা করে থেমে যাব না।’

টেলিভিশন থেকে আসা অভিনেত্রীদের মধ্যে সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করতে কিছুটা দ্বিধা থাকে। সেই দ্বিধার বিষয়গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন তাসনিয়া ফারিণ। সিনেমায় অভিনয়ের জন্য নাচ, ফাইট সবকিছু রপ্ত করেছেন। তার আঁচ পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন।

সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ' এমনি একটি বাণিজ্যিক ধারার সিনেমা। ফারিণের বিপরীতে সিনেমায় আছেন শরীফুল রাজ। আরও আছেন মোশাররফ করিম।

tasnia_farin_2.jpg
ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

তাসনিয়া ফারিণ বলেন, একটা সময় নিয়মিত নাটকে কাজ করতাম। সেখান থেকে কিছুটা বিরতি নিয়ে ওটিটিতে গিয়েছি। তখন অনেকে বলেছেন, নাটকেই তো ভালো ছিলাম। ওটিটিতে যাওয়ার কী দরকার ছিল। ওটিটিতে সফলতা পাওয়ার পর আবার সিনেমায় পথচলা শুরু করলাম। তখনো অনেকেই একই কথা বলেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, একটা জায়গায় আমি খুব বেশিদিন ভালো থাকি না। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। সেই চ্যালেঞ্জ নিয়েই 'ইনসাফ' সিনেমাটি করেছি। বাণিজ্যিক সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা এই সিনেমা দেখলে দর্শক বুঝবেন।

sohag.jpg
তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

তিনি আরও বলেন, আমি নিজেকে সব সময় ভিন্ন জায়গায় নিতে চেয়েছি। এখন সিনেমা আমার ধ্যান-জ্ঞান। সেই জায়গা থেকে মনে হয়েছে 'ইনসাফ' আমাকে ভিন্ন একটি জায়গা তৈরি করে দিতে সহায়তা করবে। কাজের মাধ্যমে সবসময় নিজেকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি কীভাবে নিজের ব্যাপ্তি আরও বাড়ানো যায়। আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা। আমার বিশ্বাস এই সিনেমা মুক্তির পর অনেকেই তাদের সিনেমার জন্য আমাকে ভাববেন। ইচ্ছে আছে এবার অনেক সিনেমা করব। এই সিনেমা করে থেমে যাব না।

এর আগে তাসনিয়া ফারিণ কলকাতায় 'আরও এক পৃথিবী' এবং বাংলাদেশে 'ফাতিমা' সিনেমায় অভিনয় করেছেন। বাণিজ্যিক ধারায় প্রথমবার 'ইনসাফ' সিনেমায় অভিনয় করলেন। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷