মে মাসে মূল্যস্ফীতি কমে ৯.০৫ শতাংশ

By স্টার বিজনেস রিপোর্ট
2 June 2025, 10:39 AM
গত ২৭ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি।

গত মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।

এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে, এপ্রিলের যা ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৬২ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৪২ শতাংশ হয়েছে।

সম্প্রতি দেশের বাজারে মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকলেও, গত ২৭ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি।