সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর কথা ভাবছে সরকার: অর্থ উপদেষ্টা
তবে কী হারে ভাতা দেওয়া হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।
আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শক কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কাজ করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
তবে কী হারে ভাতা দেওয়া হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।
ভারতের সাম্প্রতিক আমদানি বিধিনিষেধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ বিকেলে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
তার ভাষ্য, 'আমি এখনই এ বিষয়ে কিছু বলব না।'
তিনি জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তিনি জানান, অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করবে।
Comments