ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট
14 May 2025, 08:26 AM
UPDATED 14 May 2025, 14:39 PM
নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

আজ বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত ডিএসসিসির কেন্দ্রীয় কার্যালয় নগরভবনের বাইরে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে ইশরাকের দ্রুত শপথ গ্রহণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতার সমর্থকরা সকাল সাড়ে ৮টা থেকেই সেখানে ভিড় করেন এবং তাদের দাবির পক্ষে স্লোগান দেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। তিনি বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য।

আদালতের রায়ের পর, নির্বাচন কমিশন ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে।

তবে, বিক্ষোভকারীদের অভিযোগ ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরামবাগের বাসিন্দা ও বিক্ষোভে অংশ নেওয়া মনোয়ার হোসেন বলেন, 'আমরা ইশরাককে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছি। সেই ফলাফল কারচুপি করে তাকে হারানো হয়েছিল। আদালত তার ন্যায্য পদ ফিরিয়ে দিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে।'