যুক্তরাষ্ট্রে নিশানের সবচেয়ে জনপ্রিয় মডেলের উৎপাদন কমছে

By স্টার বিজনেস ডেস্ক
15 April 2025, 10:01 AM
UPDATED 15 April 2025, 16:08 PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী গাড়ি সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে সেই দেশে বেশি বিক্রি হওয়া মডেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিশান।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্কনীতির কারণে সেই দেশে বেশি বিক্রি হওয়া রোউগ এসউইভি মডেলের জাপানি উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিশান।

এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী গাড়ি সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হচ্ছে।

গত বছরের হিসাবে জাপানের তৃতীয় শীর্ষ গাড়ি উৎপাদক নিশানের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এসব গাড়ির একটি বড় অংশ উৎপাদিত হয় জাপান ও মেক্সিকোয়।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিউশুর নিশান কারখানায় আগামী তিন মাসে রোউগ মডেলের ১৩ হাজার গাড়ির উৎপাদন কমবে। এই সময় কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।

চলতি বছরের প্রথম তিন মাসে রোউগ মডেলের ৬২ হাজার গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে।