সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র আছে: তারেক রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2025, 14:41 PM
'গত ১৬-১৭ বছর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিদের গুম-খুন করা হয়েছে, তাদের ত্যাগও যেন বৃথা না যায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এবং এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র আছে।

আজ সোমবার বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল, ঠিক তেমনই এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। আমরা সবাই মিলে যদি সচেতন থাকি, অবশ্যই আমরা এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। আমাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।'

তিনি বলেন, 'যে প্রত্যাশা নিয়ে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।'

'গত ১৬-১৭ বছর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিদের গুম-খুন করা হয়েছে, তাদের ত্যাগও যেন বৃথা না যায়। জুলাই-আগস্টে স্বৈরাচারকে বিদায় করতে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য মানুষের আত্মত্যাগ সার্থক করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যার যার ভূমিকা পালন করতে হবে,' যোগ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, 'আমরা খুব সহজেই বুঝতে পারছি, একটি মহল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে অবশ্যই এ ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা।'