গায়ে কফি পড়ে ডেলিভারিম্যান দগ্ধ, স্টারবাকসকে ৫০ মিলিয়ন ডলার জরিমানা

By স্টার বিজনেস ডেস্ক
15 March 2025, 11:15 AM
UPDATED 15 March 2025, 17:19 PM
ক্যালিফোর্নিয়ার এক বিচারক ডেলিভারি চালকের ক্ষতিপূরণ হিসেবে স্টারবাকসকে এই জরিমানার নির্দেশ দেন।

যথাযথভাবে না রাখায় গায়ে গরম কফি পড়ে মারাত্মক দগ্ধ হয়েছিলেন ডেলিভারিম্যান মাইকেল গার্সিয়া। ক্ষতিপূরণ বাবদ জগৎখ্যাত কফি বিক্রেতা স্টারবাকসকে ৫০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়—ক্যালিফোর্নিয়ার এক বিচারক ডেলিভারি চালকের ক্ষতিপূরণ হিসেবে স্টারবাকসকে এই জরিমানার নির্দেশ দেন।

২০২০ সালে ক্যালিফোর্নিয়া সুপেরিয়র কোর্টে মামলার নথিতে বলা হয়—লস অ্যাঞ্জেলেসে গরম কফি পড়ে মাইকেল গার্সিয়া মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিকলাঙ্গ হয়ে গেছেন।

গার্সিয়ার আইনজীবী মাইকেল পার্কার গণমাধ্যমকে বলেন, ক্রেতার কাছে নিয়ে যাওয়ার জন্য গার্সিয়া পানীয় ও কফি নিতে এসেছিলেন। সেগুলো তার হাতে তুলে দেওয়ার সময় গরম কফি তার গায়ে পড়ে যায়।

স্টারবাকস বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বার্তায় জানিয়েছেন, 'মি. গার্সিয়ার প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করবো। এটা দুর্ঘটনা ছিল। যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা অনেক বেশি।'

বার্তায় আরও বলা হয়, 'সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, গরম খাবারের বিষয়ে।'

১৯৯৪ সালে গরম কফি গায়ে পড়ে দগ্ধ হওয়ায় ম্যাকডোনাল্ডসকে তিন মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।