যেভাবে খুব সহজেই প্রাইজবন্ডের লটারি মেলাবেন

By স্টার এক্সপ্লেইন্স
23 February 2025, 13:26 PM
উত্তর থাকছে আজকের স্টার এক্সপ্লেইনস উইথ আহসানে।

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড এখনো অনেক মানুষের কাছে রয়েছে। তাছাড়া এখনো যেকোনো ব্যাংকের কাছ থেকে চাইলে প্রাইজবন্ড কেনা যায়। কীভাবে খুব সহজেই প্রাইজবন্ডের লটারি মেলাবেন? প্রাইজবন্ডে জিতলে কীভাবে টাকা পাবেন?

এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের স্টার এক্সপ্লেইন্স উইথ আহসানে।