আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার মেট্রিক টন গম

By স্টার অনলাইন রিপোর্ট
13 February 2025, 11:44 AM
আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানি করেছে সরকার।

আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (জনসংযোগ) ইমদাদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইনডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

'নমুনা পরীক্ষা শেষে আজই গম খালাসের কার্যক্রম শুরু হবে,' বলেন তিনি।