মার্কিন কয়লা, জ্বালানি তেল ও টেসলার গাড়িতে পাল্টা শুল্ক চীনের

By স্টার বিজনেস ডেস্ক
4 February 2025, 11:08 AM
UPDATED 4 February 2025, 17:12 PM
চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন কয়লা ও অপরিশোধিত তেলসহ কয়েকটি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়।

চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন কয়লার ওপর ১৫ শতাংশ ও অপরিশোধিত তেলের ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছে বেইজিং।

আজ মঙ্গলবার চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন কয়লা ও অপরিশোধিত তেলসহ কয়েকটি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়—কৃষি যন্ত্রপাতি, বৈদ্যুতিক ট্রাক ও বড় ইঞ্জিনের সেডান গাড়ির ওপরও শুল্ক আরোপ করেছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও শুল্ক প্রশাসন পৃথক বার্তায় জানিয়েছে—তারা যুক্তরাষ্ট্র থেকে আসা ইলেকট্রনিক্স, সামরিক ও সৌরপ্যানেলে ব্যবহৃত কিছু ধাতব পণ্যের ওপরও শুল্ক বসাতে যাচ্ছে।

ইলন মাস্কের টেসলার বৈদ্যুতিক ট্রাকের বিক্রির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলেও জানিয়েছে বেইজিং।

মার্কিন পণ্যের ওপর এই শুল্ক আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ছাড়াও, চীন জানিয়েছে—তারা গুগল, ক্যালভিন ক্লেইন, ইলুমিনা ও পিভিএইচ করপোরেশনের পণ্যের একচেটিয়া ব্যবসা নিয়ে তদন্ত শুরু করেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ট্রাম্প।

অক্সফোর্ড ইকোনোমিক্স এক বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বাণিজ্যযুদ্ধ এখনো প্রাথমিক পর্যায়ে আছে। দুই দিক থেকেই শুল্ক আরও বাড়তে পারে।