মন্ত্রণালয়ের বার্তা প্রত্যাখ্যান তিতুমীর শিক্ষার্থীদের, বললেন ‘মুলা ঝুলাবেন না’

By স্টার অনলাইন রিপোর্ট
1 February 2025, 19:15 PM
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়টি সরকার ‘বিশেষভাবে বিবেচনা করছে’ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়টি সরকার 'বিশেষভাবে বিবেচনা করছে' জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি চলবে।

ক্যাম্পাসের সামনে শনিবার রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান।

তারা বলেন, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না। কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনা করতে না চান, সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মুলা ঝুলাবেন না। মুলা ঝুলানো আশ্বাস তিতুমীরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়।

সরকারের পক্ষ থেকে দ্বায়িত্বশীল প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়ে তারা বলেন, যিনি এসেছিলেন, শিক্ষার্থীদের পালস সম্পর্কে তার ধারণা নেই। চব্বিশের বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন হয়েছে, যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের কাছে পাঠাবেন না, যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। মনগড়া কথা বললে শিক্ষার্থীরা মেনে নেবে না।

যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। সাধারণ শিক্ষার্থীরা এমন অকার্যকর নোটিশ গ্রহণ করবে না। আমাদের সাত দফা এখন একটি দফায় পরিণত হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব একজন আসবেন এবং ঘোষণা দেবেন তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, বলেন শিক্ষার্থীরা।