হোয়াইট হাউসের হাজারো কর্মী ছাঁটাই করবেন ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক
21 January 2025, 06:33 AM
ট্রাম্প বলেন, আপাতত আমি এই চারজনকে ছাঁটাই করছি। সামনে আরও অনেকের ভাগ্যে একই নিয়তি আছে।

বাইডেন প্রশাসনের হাজারো হোয়াইট হাউস কর্মী চাকরি হারাতে চলেছেন। সদ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবার শপথ নেওয়ার পর থেকেই একের পর এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়া, প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির পর এবার তিনি এমন কথা জানান।

আজ নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প বলেন, 'হোয়াইট হাউসে আমাদের প্রথম দিনের কাজ এখনো শেষ হয়নি!'

তিনি জানান, হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া এক হাজারেরও বেশি কর্মী আছেন যারা আমেরিকাকে আবারও মহান দেশে পরিণত করার লক্ষ্যের সঙ্গে একাত্ম নন।

'আমার প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের কর্মকর্তারা এসব কর্মীকে চিহ্নিত করার ও সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন,' যোগ করেন ট্রাম্প।

'তবে আপাতত আমি এই চারজনকে ছাঁটাই করছি। সামনে আরও অনেকের ভাগ্যে একই নিয়তি আছে। এটাই তাদেরকে বরখাস্ত করার আনুষ্ঠানিক নোটিস।'

ট্রাম্প আরও বলেন, 'প্রেসিডেন্টের ক্রীড়া, সুস্থতা ও পুষ্টি বিষয়ক কাউন্সিলের কর্মী হোসে আন্দ্রেস, জাতীয় অবকাঠামো উপদেষ্টা কাউন্সিলের মার্ক মিলি, উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক ও প্রেসিডেন্টের রপ্তানি কাউন্সিলের কেইশা ল্যান্স বটমস—তোমাদেরকে বরখাস্ত করা হলো!'