শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক মামুন

By স্টার অনলাইন রিপোর্ট
10 January 2025, 17:58 PM
UPDATED 11 January 2025, 00:14 AM
শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

'শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা'র ২০২৫-২০২৬ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান পলাশ (দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (বাংলাভিশন)।

শুক্রবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়।

সমিতির নবনির্বাচিত বাকি সদস্যরা হলেন—সহ-সভাপতি মনির হোসেন (নয়া দিগন্ত), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), ফেরদৌস রহমান রূপক (গণমুক্তি), বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), মো. খলিলুর রহমান (জনকণ্ঠ) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম (ডেইলি সান) ও মোয়াজ্জেম হোসেন বিপুল (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তপু (এটিএন বাংলা), সহ-সাংগঠনিক মো. ফয়সাল আহমেদ (ডিবিসি) ও আদনান হাদী (ট্রেন্ডিং নিউজ), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (ডেইলি সান), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (কালবেলা), আইন সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (ঢাকা জার্নাল), কল্যাণ সম্পাদক মো. আলী মুবিন (চ্যানেল এস), নারী সম্পাদক প্রীতিকা ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং তথ্য প্রযুক্তি সম্পাদক যুবায়ের আহমাদ (নিউজ টোয়েন্টিফোর)।

এ ছাড়া, কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের আলম খান রাকেশ (মানবকণ্ঠ), মো. শফিকুজ্জামান রুবেল (সময় টিভি), মদিনা বেগম (এস এ টিভি), মো. আতাউর রহমান মোল্লা (এটিএন নিউজ), মো. আবু তালেব হাসান (মোহনা টিভি), মো. বাবুল হোসেন (সময় টিভি)।

শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন চেয়ারম্যান রফিকুল ইসলাম আজাদ এবং নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে ও মোজাম্মেল হক চঞ্চল নির্বাচন পরিচালনা করেন।