ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

By স্টার অনলাইন রিপোর্ট
9 January 2025, 11:39 AM
UPDATED 9 January 2025, 17:46 PM
শফিকুল আলম বলেন, আজকের ক্যাবিনেট মিটিংয়ের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, 'আজকের ক্যাবিনেট মিটিংয়ের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে যে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।'

তিনি বলেন, 'আরেকটা বিষয় যে বিগত সরকার পাঠ্যপুস্তক উৎসব করত একদিনের জন্য। আসলে আমরা যে তথ্য পেয়েছি সেখানে দেখেছি যে আগেও বেশিরভাগ সময় বই বিতরণ শেষ করতে করতে মার্চ কিংবা জুলাই পর্যন্ত লেগে গেছে।' 

'২০২২ সালে পাঠ্যপুস্তক বিতরণের সবশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ সালে ১৭ মার্চ ও গত বছর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে,' যোগ করেন তিনি।