পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবি

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2024, 15:29 PM
UPDATED 14 December 2024, 22:28 PM
কর্মসূচি পালন করেছে বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্লাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’।

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনগুলোর যৌথ প্লাটফর্ম 'বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন'।

লেখক ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পরিবেশকর্মী মিজানুর রহমান, আইনজীবী মাহবুবুল আলম, লেখক ও সাংবাদিক  শিমু নাসের, বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্সের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, গবেষক ও পরিবেশকর্মী জাহাঙ্গীর আলম, অর্থনীতিবিদ ও পরিবেশকর্মী নাঈম উল হাসান, শিক্ষক ও পরিবেশকর্মী নুরুন্নাহার খায়রুন্নেসা বেগম, পরিবেশ ও জলবায়ুকর্মী নয়ন সরকার, বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি ও পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ ও বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আমিরুল রাজিব।

কর্মসূচিতে বক্তারা এলিভেটেডে এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল ভরাট বন্ধ করার এবং স্থাপিত পিলারগুলো সরিয়ে নিয়ে জলাধারের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধারের দাবি জানান। এ ছাড়া পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করার পার্কের আয়তন, সীমানা অনুযায়ী ঋতুগত ভিন্নতাকে বিবেচনায় রেখে দেশি প্রজাতির গাছ লাগানোর, পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবি করেন তারা।

তারা দাবি জানান, কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে এবং এই প্রকল্পের পরিকল্পনাকারী, নকশাকারী এবং বাস্তবায়নকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ের কাজ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। মানববন্ধনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে বিবৃতি পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব।