চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
30 November 2024, 05:53 AM
UPDATED 30 November 2024, 12:02 PM
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে আসামিরা সাইফুলকে হত্যা করেছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নামে হত্যা মামলা করেছেন। এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার ভোরে কোতোয়ালি থানায় এই মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) কাজী তারেক আজিজ।

মামলায় অভিযোগ করা হয়, এফআইআরে উল্লেখিত ৩১ জন এবং অজ্ঞাতপরিচয় কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে বহিষ্কৃত ইস্কন নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে স্লোগান দিতে দিতে পরিকল্পিতভাবে সাইফুলকে হত্যা করে। সাইফুল সেসময় বাসায় ফিরছিলেন।

মামলায় আরও বলা হয়, 'ছেলের মৃত্যুর ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে এবং জানতে পারি যে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে ছেলেকে আসামিরা হত্যা করেছে।'

এদিকে, সাইফুলের ভাই খান-ই-আলম আরেকটি মামলা করেছেন যেখানে ১১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় অভিযোগ আনা হয়েছে আইনজীবীদের ওপর হামলা, আদালত ভবনে ভাঙচুর এবং বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় বিশৃঙ্খলা সৃষ্টির।

এছাড়াও পুলিশ গত বুধবার ৭৯ জনের নাম উল্লেখ করে এবং ১৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে সংঘর্ষ, সরকারি কাজে বাধা, হামলা এবং ভাঙচুরের অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে।

এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৯ জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই ৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।